র্যাম আসলে এক প্রকারের স্থায়ী মেমরি। কম্পিউটারের এপ্লিকেশন গুল এই মেমরি ব্যাবহার করে। কিন্তু এই মেমরি পরিমানে কম হলে। সফটওয়্যার গুল তাদের কাজ সঠিক ভাবে চালাতে পারে না। ফলে কম্পিউটার হয়ে যায় স্লো। কিন্তু আপনি ইচ্ছে করলে আপনার হার্ডডিস্ককেও এই মেমরি হিসেবে ব্যাবহার করতে পারেন। আসুন দেখে নেই কেমন করে করতে হবে-
- প্রথমে My computer এর properties এ যান।
...
Read more »