Boot up with DOS and delete the sam.exe and sam.log files from Windows\system32\config in your hard drive. Now when you boot up in NT the password on your built-in administrator account which will be blank (i.e No password). This solution works only if your hard drive is FAT kind.
আমরা একটু খেয়াল করলেই দেখি আজকাল অনেক
সুন্দর সুন্দর সফটওয়্যার তৈরি হচ্ছে।ইন্ডাস্ট্রি লেভেলে অনেক সময়ই অ্যালগোরিদমের
জটিলতার দিকে নজর দেয়া হয়না।এটা অনেকটা তত্ত্বীয় কম্পিউটার বিজ্ঞানের বিষয়।আমরা
জানি অ্যালগোরিদমের জটিলতাকে বিগ ও (bog O) দিয়ে প্রকাশ করা
হয়।এটা দিয়ে বোঝা যায় অ্যালগোরিদমটা কতটা দ্রুত কাজ করে।যেহেতু এটা অ্যালগোরিদমের
দ্রুততা নিয়ে কাজ করে তাই এটা সত্ত্বই প্রয়োগ করা যেতে পারে সফটওয়্যার
ইন্ডাস্ট্রিগুলিতে।তাতে সফত্বারেগুলি হবে আরও আকর্ষণীয়।ধরা যাক আমরা একটা কোড
লেখলাম তা ১০০০ টি ডাটা নিয়ে কাজ করতে সময় নেয় ১ সেকেন্ড।এখন আমরা যদি এটা ডাবল
করে দেই তাহলে আমাদের অ্যালগোরিদম কতটা দ্রুত কাজ করতে পারে।এটা কি তখন একি সময়
নিবে নাকি এরথেকে ডাবল সময় নিবে নাকি চার গুন সময় বেশি নিবে।এটা আরও ভাল বোঝা যায়
যে আমরা একটা ওয়েব আপ্লিকাশন বানালাম যা ১০০ ব্যবহার করছে।এখন যদি ২০০ জন ব্যবহার
করে তাহলে এটা কতটা ভালভাবে কাজ করবে।এটা আমরা অ্যালগোরিদমের জটিলতা দিয়ে বুঝতে
পারব।তাই দেখা যাচ্ছে অ্যালগোরিদমের জটিলতা জানাটা আমাদের জন্য বেশ ভাল একটা
অপরিহার্য বিষয়।