দেশি ও বিদেশি ওয়েবসাইট মিলে নতুন এই সংস্করণে প্রায় ১৬০০ এর অধিক পর্ণ সম্পর্কিত ওয়েবসাইট সংযোগ করা হয়েছে। বাংলাদেশের তুলনামূলক ভাবে জনপ্রিয় শতকরা প্রায় ৯০ ভাগ এর অধিক পর্ণ সম্পর্কিত ওয়েবসাইট বন্ধ করতে পারবে এই নতুন এই সংস্করণ। ফলে দেশিয় পর্ণ বিচরণ অনেকাংশে কমে আসবে।
BDAnti-Porn 2.5 –এর ফিচার সমূহ:১. বাংলাদেশের প্রথম অ্যান্টিপর্ণ সফটওয়্যার। ২. প্রায় ১৬০০ এর অধিক পর্ণ সম্পর্কিত ওয়েবসাইট বন্ধ করতে সক্ষম। ৩. বাংলাদেশি পর্ণ সম্পর্কিত ওয়েবসাইট বন্ধ করতে সক্ষম। ৪. সহজে এনাবল ও ডিজেবল করার সুবিধা। ৫. এনাবল থাকা অবস্থায় আনইন্সটল করবার সুবিধা।
|